February 6, 2025, 9:53 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-01-31 10:37:16 BdST

বাণিজ্য মেলার শেষদিন আজ


মাসব্যাপী অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের পর্দা নামছে আজ শুক্রবার (৩১ জানুয়ারি)।

বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিকেল ৪টায় মেলার সমাপ্তি ঘোষণা করলেও এদিন মেলা চলবে রাত ১০টা পর্যন্ত।

এদিকে শেষ মুহূর্তে এসে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ক্রেতা আকর্ষণে বিক্রেতারা দিচ্ছেন নানা অফার। এতে অন্তত আরও একদিন মেলার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছিলেন বিক্রেতারা।

তবে চলতি বছর মেলার সময় না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আয়োজক সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.