March 11, 2025, 7:00 am


অনলাইন ডেস্ক

Published:
2025-03-10 14:19:30 BdST

পদত্যাগের বিষয়ে মুখ খুললেন ড. আমিনুল ইসলাম


শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম পদত্যাগের গুঞ্জন অস্বীকার করেছেন। সম্প্রতি শোনা যাচ্ছে যে, তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগ করতে যাচ্ছেন এবং উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে, ড. আমিনুল ইসলাম এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আজ সোমবার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন আমিনুল ইসলাম নিজেই।

তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।’

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, সরকারের চাওয়া অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন।

এর আগে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন বলে নিজেই ফেসবুকে জানিয়েছিলেন।

তাঁর শিক্ষা উপদেষ্টার হওয়ার কথা শোনা গিয়েছিল। তবে পরে ৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নেবেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.