অনলাইন ডেস্ক
Published:2025-03-25 11:08:33 BdST
ঈদযাত্রার দ্বিতীয় দিনট্রেনে স্বস্তিতে ঢাকা ছাড়ছে মানুষ
অন্যান্য দিনের মতো আজ সকালেও ঠিক সময়ে ঈদে ঘরে ফেরা মানুষদের নিয়ে ধুমকেতু এক্সপ্রেসের যাত্রার মধ্যদিয়ে দ্বিতীয় দিনের ঈদযাত্রা শুরু।ধুমকেতু এক্সপ্রেস। সকাল ৬টায় কমলাপুর স্টেশন থেকে গন্তব্য রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়।
সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১১টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে নিজ নিজ গন্তব্যে। এখনও ছাড়ার অপেক্ষায় আছে তিতাস কমিউটার, জামালপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস ও রুপসি বাংলা এক্সপ্রেস।
ঈদযাত্রাকে নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও উৎসবমুখর করতে প্রস্তুত করা হয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।প্রতিবারের মতো এবারও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। কাউন্টার, প্ল্যাটফরমসহ সব জায়গায় রয়েছে র্যাব, পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী।
ঈদ যাত্রার প্রথম দিনে দুটি ট্রেন কিছুটা বিলম্বে ছাড়লেও দ্বিতীয় দিনে চিত্র পাল্টেছে। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যথা সময়েই ছাড়ছে ট্রেন।
অন্যান্য বছর ঈদযাত্রায় ৮ থেকে ১০ জোড়া বিশেষ ট্রেন চালাতো বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এবার সেটি কমিয়ে ৫ জোড়া করা হয়েছে। তাছাড়া প্রতিদিনের যাত্রায় কোনো ভোগান্তি যেন না হয় এজন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা যাত্রীদের সেবায় সর্বোচ্চ দিয়ে কাজ করছি। কমলাপুর স্টেশনে পৌঁছালে সে ট্রেন ছাড়ায় কোনো বিলম্ব হবে না।
এবারের ঈদযাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। এগুলো হলো-ঢাকা দেওয়ানগঞ্জ রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল, ভৈরববাজার- কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল, ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল। ঈদযাত্রা উপলক্ষে ট্রেনগুলোতে বাড়তি ৪৪টি বগি যুক্ত করা হয়েছে। তাছাড়া ২৭শে মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ মঙ্গলবার পাওয়া যাবে আগামী ৪ এপ্রিলের টিকিট। একইভাবে ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ মার্চ পাওয়া যাবে যথাক্রমে ৫, ৬, ৭, ৮ ও ৯ এপ্রিলের টিকিট। তাছাড়া যাত্রীদের ভ্রমণের সুবিধায় ২৬ মার্চ থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.