April 4, 2025, 2:39 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-04-03 19:33:43 BdST

ঈদের ছুটিতেও থেমে নেই পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম


ঘোষিত আদেশ অনুযায়ী পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সারাদেশে টানা নয় দিনের ছুটি ঘোষণা করা হলেও জরুরি চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মচারীরা অব্যাহত রেখেছেন সেবাদান কার্যক্রম।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা: আশরাফি আহমেদ (এনডিসি) এর নির্দেশনা মোতাবেক টাঙ্গাইল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক আ: লতিফ মোল্লা, সহকারী পরিচালক (প:প:) জুলেখা খানম এবং সহকারী পরিচালক (সিসি) রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ৬৭টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদুল ফিতরের ছুটি চলাকালীন মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা চালু রয়েছে।

গত ২৮ শে মার্চ ২০২৫ থেকে ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর কিশোরী সেবাসহ গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা সেবা চালু রয়েছে।

টাঙ্গাইল জেলার সকল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার (ক্লিনিক), মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকাসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল সেবা অব্যাহত আছে। ঈদের ছুটিতে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা পেয়ে সেবাগ্রহীতারা ভীষণ খুশি ।

পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা গেছে, নির্বাহী আদেশে সারা দেশের বিভিন্ন বিভাগের কর্মীগণ ছুটি ভোগ করলেও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা নিরলসভাবে মানবসেবা চালিয়ে যাচ্ছেন।

সমাজের কল্যাণে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালনে অনড় এসব সেবাকর্মীরা সত্যিই প্রশংসার দাবিদার।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.