May 15, 2025, 4:24 am


বিশেষ প্রতিবেদক

Published:
2025-05-14 23:53:25 BdST

এক মাসেও সুরাহা হয়নি সোনারগাঁও হোটেলের সামনে থেকে উদ্ধার হওয়া নারীর ক্ষতবিক্ষত মরদেহের


রাজধানীর হাতিরঝিল থানাধীন সোনারগাঁও হোটেলের সামনে থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৫ বছর। তার পরনে ছিল কমলার রঙের শাড়ি ও ব্লাউজ এবং পেটিকোট।

গত ১৫ এপ্রিল, ২০২৫ইং তারিখ রাত আনুমানিক ৩:৩০টার দিকে ওই অজ্ঞাত নারীর মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার এসআই মো. শাহিন পারভেজ বলেন, ‘ঐদিন সকাল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে সোনারগাঁও হোটেলের সামনে ফুটপাত থেকে মাথা থেঁতলানো ও রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়। পরে দ্রুত আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সকাল ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘এই ঘটনাটি সড়ক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা ময়নাতদন্তর প্রতিবেদন পেলে বলা যাবে। মরদেহটি এখনও হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, 'ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে, কিন্তু কোনও জাতীয় পরিচয়পত্রের রেকর্ড মিলানো যায়নি।

এসআই শাহিন এই প্রতিবেদককে বলেন, 'প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ওই মহিলা গৃহহীন ছিলেন এবং সোনারগাঁও হোটেলের আশেপাশে থাকতেন।'

স্থানীয় পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, এই বৃদ্ধা মহিলা রাজধানীর বাংলামোটর, কাওরান বাজার, ফার্মগেট ও সোনারগাঁও হোটেল সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ভিক্ষা করতো।

অপরাধের মাত্রা ও ধরন অনুযায়ী অনেক ঘটনা বা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা গেলেও সাম্প্রতিক সময়ে এই ঘটনাটি স্থানীয় হাতিরঝিল থানার অনেক চৌকস কর্মকর্তাকেও হতবাক করে দিয়েছে। 

কেন এবং কি কারনে এক বৃদ্ধা মহিলা ভিক্ষুকের এমম নির্মম পরিনতি হলো তা আজও এক অজানা রহস্য হয়ে রয়েছে। এই হত্যাকাণ্ডের বিষয়ে হাতিরঝিল থানার শীর্ষ কর্মকর্তাবৃন্দ অনেক বিব্রত।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.