April 19, 2024, 7:13 am


মোঃ আহসান হাবিব জুয়েল

Published:
2020-04-03 05:18:22 BdST

কালিয়াকৈরকে নিরাপদ রাখতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন ইউএনও


নিউজ ডেস্ক 

করোনা ভাইরাস থেকে কালিয়াকৈর উপজেলাকে নিরাপদ রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি হাফিজুল আমিন।

তিনি প্রতিদিনই কালিয়াকৈরের প্রতিটি ইউনিয়ন এমনকি প্রতিটি বাজার পর্যায়ে সরেজমিনে গিয়ে তদারকি করছেন সরকারী কার্যক্রম।  

অত্যন্ত মার্জিত ও রুচিশীল এবং কর্তব্যপরায়ন এই কর্মকর্তার নাম এখন কালিয়াকৈরবাসীর মুখে মুখে।

তিনি নিয়মিত বাজার মনিটরিং করছেন যার ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে।

তিনি সবাইকে বাড়িতে থাকার নির্দেশ দিচ্ছেন, গণজমায়েত এড়িয়ে যেতে বলছেন।

তার অক্লান্ত পরিশ্রমের ফলে কালিয়াকৈর উপজেলা এখনো করোনা ভাইরাস মুক্ত রয়েছে।

মিডিয়াবিমুখ এই কর্মকর্তা অনেক অনুরোধের পর বলিয়াদী বাজারে এফটি টীমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, "করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে আসুন সবাই মিলে সরকারি নির্দেশ মেনে আগামী কিছুদিন বাড়িতে অবস্থান করি এবং অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হই। এই অসম যুদ্ধে আমরা অবশ্যই করোনা ভাইরাসকে হারাব। তবে তার জন্য প্রয়োজন আমাদের সম্মিলিত প্রয়াস।"

তিনি বলেন, "যেহেতু এখন আংশিক লকডাউন চলছে, তাই আমাদের সবার উচিৎ যার যার অবস্থান থেকে সতর্ক থাকা, নিরাপদ থাকা। আর সম্ভব হলে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। তবে সেটা করতে হবে সামাজিক দূরত্ব বজায় রেখে।" 

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা