January 20, 2026, 6:33 pm


S M Fatin Shadab

Published:
2026-01-20 16:39:09 BdST

পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার সময় জানালেন অর্থ উপদেষ্টা


অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৫টায় প্রধান উপদেষ্টার কাছে পে কমিশন সুপারিশ জমা দেবে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সরকারি চাকরিজীবীরা পে-স্কেল পেয়ে খুশি হবেন। এমন সুপারিশই প্রতিবেদনে থাকবে। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনের নানা দিক তুলে ধরবেন বেতন কমিশনের প্রধান।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

প্রতিবেদন জমার সময় অর্থ উপদেষ্টা নিজেও উপস্থিত থাকবেন। পে কমিশনের প্রধান জাকির আহমেদ খান সব সদস্যকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদনটি জমা দেবেন।

পে কমিশনের প্রতিবেদন জমা হওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, সরকারি চাকরিজীবীরা পে-স্কেল পেয়ে খুশি হবেন। এমন সুপারিশই প্রতিবেদনে থাকবে। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনের নানা দিক তুলে ধরবেন বেতন কমিশনের প্রধান।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.