January 11, 2026, 9:37 pm


S M Fatin Shadab

Published:
2026-01-11 12:02:34 BdST

তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারসহ তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ


বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাসহ তিন দেশের রাষ্ট্রদূত।

গতকাল শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এদিন বিকেল ৫টায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা। বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি (নরেন্দ্র মোদি) প্রত্যাশা করেছেন, তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে। প্রণয় ভার্মাও স্বাগত জানিয়েছেন তারেক রহমানকে।


হুমায়ুন কবির বলেন, স্থিতিশীলতার জন্য দুই দেশ কীভাবে এগিয়ে যেতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে বেলা ৩টায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস।

ওদিকে সন্ধ্যা ৬টায় তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং ৭টায় মিসরের রাষ্ট্রদূত ওমর ফাহমি সৌজন্য সাক্ষাৎ করেন।
ভারতের হাইকমিশনার সঙ্গে সাক্ষাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.