January 13, 2026, 10:01 pm


টিপু সুলতান

Published:
2026-01-13 20:09:45 BdST

"ঢাকাবাসী" এর আয়োজনে সাকরাইন ও পৌষ সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি র‍্যালী


অদ্য ১৩ই জানুয়ারী ২০২৬ইং তারিখ ঐতিহ্যবাহী ঢাকাবাসী সংগঠন আয়োজনে প্রতি বছরের ন্যায় এবার ও সাকরাইন ও পৌষ সংক্রান্ত উপলক্ষে সনাতনঘর ইমান আলী রোড’ ফাতেমা ল কলেজ প্রাঙ্গণে এক ঘুড়ি র‌্যালীর আয়োজন করা হয়। এবারের র‌্যালীর স্লোগান হচ্ছে, “পুরনো ঢাকাকে বাসযোগ্য, পরিকল্পিত, আধুনিকায়ন ও নিরাপদ শহর হিসেবে
দেখতে চাই। ঢাকা ব্যাংক পি.এল.সি সৌজন্য এই র‌্যালীতে উপস্থিত ছিলেন। ঢাকাবাসী সংগঠনের আর্ন্তজাতিক সম্পাদক সাকিব সালেক র‌্যাভেন, মহাসচিব শেখ খোদা বক্স, মহানগর কমিটির আহয়ায়ক লৎফুর আহসান বাবু। রং বেরঙের ঘুড়ি, বেলুন ফেসটন হাতে নিয়ে স্কুল এর ছাত্র ছাত্রীরা অংশ নেয়। পরিশেষে বক্তারা সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা সম্পন্ন পুরনো ঢাকাকে, একটি আধুনিক শহর গড়ে তুলতে নগরবাসীকে সরকারের নিয়মকানুন মেনে বাড়ি নির্মাণের আহবান জানান। আগামীকাল ১৪ই জানুয়ারী পারিবারিক ঘুড়ি উড়ানো আসরের আয়োজন করা হবে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.