October 22, 2025, 9:44 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-10-22 12:21:12 BdST

শিক্ষার্থীর ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যউত্তাল বুয়েট


ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে এক শিক্ষার্থীর ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য ঘিরে মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১১টা থেকে বুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ করতে থাকেন কয়েকশ শিক্ষার্থী।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, বুয়েটের আহসান উল্লাহ হলের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম কুরুচিপূর্ণ মন্তব্য করায় তার বিচারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। তারা ওই শিক্ষার্থীর বহিষ্কারসহ শাস্তির দাবিতে স্লোগান দিচ্ছেন। অভিযুক্ত শিক্ষার্থী বর্তমানে বুয়েট কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন।

ওসি জানান, এ ঘটনায় সোমবারও শিক্ষার্থীরা হৈ চৈ করেছিলেন। তারা বুয়েট কর্তৃপক্ষের কাছে ওই শিক্ষার্থীর বিচার দাবি করেছেন। এ ঘটনায় কোনো মামলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.