নেহাল আহমেদ
Published:2021-09-11 22:13:41 BdST
পদ্মায় ১১ কেজি ওজনের বিরল ঢাই মাছ ৩৫ হাজারে বিক্রি
রাজবাড়ীর পদ্মা-যমুনা নদীর মোহনায় পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাটের অদুরে জেলে রাম হালদারের জালে ১১ কেজি ওজনের একটি ঢাই মাছ ধরা পড়েছে। আজ সকালে জেলে রাম হালদারের জালে মাছটি ধরা পরে। তার বাড়ি মানিকগঞ্জের জাফরগঞ্জ গ্রামে।
জেলে রাম হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটে আনলে মোহন মন্ডল এর আড়তে উম্নুক্ত দাম উঠলে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ মাছটি ৩ হাজার ১০০টাকা কেজি দরে ৩৪ হাজার ১০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।
পরে তিনি দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে মাছটি ৩ হাজার ২০০ টাকা কেজি দরে ৩৫ হাজার ২০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।
স্থানীয়দের মাধ্যম জানা যায়, ঢাই মাছটি দেখতে অনেকটা পাঙাশ মাছের মতো। এবং খেতেও অনেক সুস্বাদ। এই মাছটি সহজে ধরা পরে না।
মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, নদীতে এখন বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। সেই মাছ গুলো জেলেরা বিক্রি করতে আনলে ডাকের মাধ্যমে কিনি। আজকের মাছটিও জেলে রাম হালদার আড়তে আনলে উম্মুক্ত দাম উঠলে সেখান থেকে কিনে নেই।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.