অনলাইন ডেস্ক
Published:2021-09-18 18:17:22 BdST
গত ১৭ সেপ্টেম্বর শুক্রবার মোদির ৭১তম জন্মদিনে ৭১টি লাল গোলাপ পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
গত ১৭ সেপ্টেম্বর শুক্রবার মোদির ৭১তম জন্মদিনে ৭১টি লাল গোলাপ পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনার পাঠানো ৭১ তম জন্মদিনে ৭১ টি লাল গোলাপের একটি তোড়া নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে বলে জানান দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ।
উল্লেখ্য, ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদি ভারতের গুজরাটের ভাডনগর শহরে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। ২০১৪ সাল থেকে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.