সামি
Published:2018-05-16 00:39:53 BdST
চমক দিয়ে মেক্সিকোর প্রাথমিক দল ঘোষণা
এফটি বাংলা
আসন্ন রাশিয়া বিশ্বকাপকে কেন্দ্র করে মেক্সিকোর কোচ হুয়ান কার্লোস ওসোরিও ২৮ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে। দলে রয়েছেন ৩৯ বছরের রাফায়েল মার্কুয়েজ।
গোলরক্ষক: গুইলের্মো ওচোয়া, আলফ্রেডো তালাভেরা, হেসুস করোনা।
ডিফেন্ডার: দিয়েগো রেয়েস, কার্লোস স্যালসেদো, হেক্টর মোরেনো, ওসওয়ালদো অ্যালানিস, নেস্তর আরাউজো, মিগুয়েল, লাইয়ুন, হেসুস গ্যালার্ডো, হুগো আয়ালা, এডসন আলভারেজ।
মিডফিল্ডার: হেক্টর হেরেরা, আন্দ্রেস গুয়ার্দাদো, রাফায়েল মার্কুয়েজ, জোনাথন ডস সান্তোস, মার্কো ফ্যাবিয়ান, হেসুস মোলিনা, এরিক গুতিয়েরেজ, জিওভানি ডস সান্তোস।
ফরোয়ার্ড: হ্যাভিয়ের অ্যাকুইনো, হিসুস করোনা, রাউল জিমেনেজ, ওরিবে পেরালতা, হ্যাভিয়ের হার্নান্দেজ, কার্লোস ভেলা, হার্ভিং লোজানো, ইয়ুর্গেন ড্যাম।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.