নিজস্ব প্রতিবেদক
Published:2023-11-04 11:16:54 BdST
হেমায়েতপুর-ভাটারা রুটের এমআরটি লাইন-৫ উদ্বোধন আজ
উত্তরা থেকে মতিঝিলের এমআরটি লাইন-৬ উদ্বোধনের দিনে আরও একটি চমক অপেক্ষা করছে দেশবাসীর জন্য।
শনিবার (৪ নভেম্বর) একইসঙ্গে এমআরটি লাইন-৫ হেমায়েতপুর-ভাটারা রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকার যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনে মেট্রোরেলের সুবিধায় সব প্রান্তকে সংযুক্ত করতে পরিকল্পনা নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমআরটি লাইন-৫ এর প্রাথমিক বিস্তৃতি হবে হেমায়েতপুর থেকে ভাটারা হয়ে গাবতলী, মিরপুর-১০, গুলশান।
শনিবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে এ অংশের নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর আগে আগারগাঁও স্টেশনে আগারগাঁও-মতিঝিল অংশের মেট্রোরেল চলাচলের উদ্বোধন করবেন তিনি।
উদ্বোধন শেষে মেট্রোরেলে চড়ে তিনি মতিঝিল আসবেন। সেখানে মতিঝিলের আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.