অনলাইন ডেস্ক:
Published:2024-06-11 15:48:24 BdST
চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন
চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীতে একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
বুধবার (১২ জুন) সকাল ১০টার দিকে সিটি গেট মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের পাশের গুদামটি থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক আবদুল মালেক জাগো নিউজকে বলেন, ‘উত্তর কাট্টলীতে বেশ কয়েকটি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানার ঝুট রাখা হয় এমন একটি গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে তিনটি ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে।’
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.