অনলাইন ডেস্ক:
Published:2024-07-18 18:23:39 BdST
এক শিক্ষার্থী নিহত সাভারে
কোটা সংস্কার আন্দোলনে উত্তাল সারা দেশ। রাজধানী ঢাকাসহ পুরো দেশেই মাঠে নেমে আন্দোলন করছে শিক্ষার্থীরা। সাভারে বিক্ষোভরত শিক্ষার্থীদের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।প্রাথমিকভাবে জানা যায়, নিহত ওই শিক্ষার্থী এমআইএসটিতে অধ্যয়নরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসূফ আলী সংবাদমাধ্যমকে বলেন, ‘নিহত শিক্ষার্থীর শরীরে গুলির চিহ্ন রয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এছাড়া আহত আরও পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীরা বাজার বাসস্ট্যান্ড অবরোধ করে পাকিজা এলাকার দিকে এগিয়ে যান। সেখানে অবস্থান নেয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, তাদের সঙ্গে ছিল পুলিশ ও বিজিবি সদস্যরা।
কোটা সংস্কার আন্দোলনকারীরা সামনে এগোতে থাকলে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী, পুলিশ এবং বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। তখন শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারসেল নিক্ষেপ ও গুলি চালায়।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.