September 21, 2025, 11:06 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-09-21 19:22:34 BdST

শিল্পকলার মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্টালিন


বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে এবার কবি রেজাউদ্দিন স্টালিনকে বেছে নিয়েছে সরকার।

শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন রোববার সাংবাদিকদের বলেন, “তিনি আজ মন্ত্রণালয়ে যোগদান করেছেন। একটু পর আমাদের এখানে আসবেন।”

আশির দশকের আলোচিত কবি রেজাউদ্দিন স্টালিন জাতীয় কবিতা পরিষদের সদস্য-সচিব। কবিতায় অনন্য অবদানের জন্য ২০০৬ সালে তাকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রেজাউদ্দিন স্টালিন বলেন, "শিল্পকলা একাডেমি তো আমাদের সংস্কৃতিচর্চার একটা বড় প্রতিষ্ঠান। আমরা চাই, বাংলাদেশের সংস্কৃতিচর্চাকে আরো উজ্জ্বল করতে। বাংলাদেশের যে সাংস্কৃতিক ঐতিহ্য আছে, তাকে আরো উজ্জ্বল করার জন্য কাজ করব। কেবল তো দায়িত্ব নিলাম। এই বিষয়ে পরে আরো বিস্তারিত বলব।"

গত বছরের ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে মহাপরিচালকের পদ ছাড়েন লিয়াকত আলী লাকী।

পরে গত বছরের ৯ সেপ্টেম্বর নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে দুই বছরের জন্য ওই দায়িত্ব দেওয়া দিয়ে পুনর্গঠন করা হয় শিল্পকলা একাডেমির পরিষদ।

কিন্তু মন্ত্রণালয়ের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে গত ২৮ ফেব্রুয়ারি সৈয়দ জামিল আহমেদ পদত্যাগ করেন। এরপর ৪ঠা মার্চ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনকে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এরপর গত ১৪ সেপ্টেম্বর এক অফিস আদেশে সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়। এর এক সপ্তাহের মাথায় সেই দায়িত্ব পেলেন রেজাউদ্দিন স্টালিন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.