October 24, 2025, 8:48 pm


শাহীন আবদুল বারী

Published:
2025-10-24 17:58:56 BdST

টাঙ্গাইল-৫ আসনে টুকুর সমর্থনে সর্বস্তরের মানুষ


টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু তৃণমূল নেতাকর্মীদের সাথে প্রতিদিন মতবিনিময় সভা ও বৈঠক করছেন। টাঙ্গাইল পশ্চিম ও পূর্ব অঞ্চলের মানুষের সাথে তাঁর যোগাযোগ বৃদ্ধির কারণে নেতাকর্মীদের মধ্যে কাজের ইমেজ ফিরে এসেছে।

আজ শুক্রবার টাঙ্গাইল সদর-৫ আসনের ২ নং গালা ইউনিয়নের অন্তর্ভুক্ত ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় সভা করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আজগর আলী। সভায় সভাপতিত্ব করেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো শফিকুর রহমান খান শফিক।

উক্ত সভায় হাজার হাজার তৃণমূল নেতাকর্মী, জেলার নেতৃবৃন্দ, নারী-পুরুষ এবং সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করেন। এসময় শ্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো চত্বর। সবার মুখে একই ধব্বনি সুলতান সালাউদ্দিন টুকুই হচ্ছেন টাঙ্গাইল সদরের মানুষের যোগ্য নেতা। তিনি হলেন অসহায় মানুষের নেতা। তাকে ছাড়া আর কেউ আমাদের নেতা নেই।

আসন্ন নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টাঙ্গাইল সদর-৫ আসন থেকে জনমানুষের নেতা সুলতান সালাউদ্দিন টুকুকে মনোনয়ন দিয়ে আপামর জনসাধারণকে খেদমত করার সুযোগ দিবেন বলে গালা ইউনিয়নবাসী আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমি গত এক বছরের বেশি সময় ধরে টাঙ্গাইল সদর-৫ আসনের ভোটার এবং সর্বস্তরের মানুষের ভালোবাসা পেয়েছি। এই এলাকার মানুষ গুলো সৎ ও সহজ-সরল। তাদের বিনয়ী আচরণ আমাকে মুগ্ধ করেছে।

টুকু আরও বলেন, আমি টাঙ্গাইল সদরের মানুষের কাছে চির কৃতজ্ঞ। তারা আমার পাশে দাঁড়িয়েছেন। তৃণমূল নেতাকর্মীরা আমাকে আপন করে নিয়েছেন। আমাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন দিয়ে জনগণের জন্য কাজ করার সুযোগ করে দিলে আমি টাঙ্গাইল সদর-৫ আসনকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আজ যারা দলের মনোনয়ন পেতে উঠে পড়ে লেগেছে তারা বিগত দিনে টাঙ্গাইল জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে নানা কোন্দলের জন্ম দিয়েছে। দলের নেতাকর্মীদের মধ্যে বিভক্ত সৃষ্টি করেছে। তৃণমূল ও ত্যাগী নেতাকর্মীদের খোঁজ খবর রাখেনি। জেলা বিএনপির শীর্ষ দুই নেতা জেলায় পূর্ণাঙ্গ কমিটি দিতে ব্যর্থ হয়েছে। শীর্ষ এই দুই নেতা ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বাঁচাতে মরিয়া হয়ে উঠে। যা টাঙ্গাইল সদরের মানুষ স্বচক্ষে দেখেছেন। তারা নিজেদের স্বার্থ রক্ষায় চাঁদাবাজি দখলবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তাদের কারণে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে দারুণ ভাবে।

নেতৃবৃন্দ আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাকি শীর্ষ এই দুই নেতাকে ফোন করে মনোনয়নের সিগন্যাল দিয়েছেন। এহেন মিথ্যাচারের তীব্র নিন্দা জানিয়েছেন টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপি নেতৃবৃন্দ।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.