October 26, 2025, 3:55 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-10-26 13:20:54 BdST

জাতীয় গৃহায়নের নকশা শাখার সাত্তার এর ভিডিও প্রকাশ১০ (দশ) লাখ টাকা ঘুষের বিনিময়ে গৃহায়নের ফ্ল্যাট জালিয়াতি


১০ (দশ) লাখ টাকা ঘুষ দিলেই জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ফ্ল্যাট পাইয়ে দেন নকশা শাখার আব্দুস সাত্তার।

এটা কোন কাল্পনিক কাহিনী নয় বাস্তব সত্য। অতি সম্প্রতি তিনি একজন গ্রাহকের সাথে মিরপুরের রূপনগরের একজন ফ্ল্যাট প্রত্যাশীকে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নামে ১০ (দশ) লাখ টাকার চুক্তি করেন। এ ঘটনার একটি ভিডিও ‘দ্য ফিন্যান্স টুডে’র হাতে এসেছে।

https://www.veed.io/view/00e0e12e-a095-4d35-86dd-a4682f5ada98?source=%2Ftools%2Fshare-video%2Fvideo-to-link&panel=share

ভিডিওতে নকশা শাখার আব্দুস সাত্তার ফ্ল্যাট প্রত্যাশীকে বলেন, আমি এখন গোঁজামিল দেই আর যা দেই আপনার কাজটা এখনই আমাকে শেষ করতে হবে। আগামী বছর যদি নির্বাচিত সরকার আসে তাহলে কাজটা হ-য-ব-র-ল হয়ে যাবে। আগামী বছর নির্বাচিত সরকার আসলে কাজটা বন্ধ হয়ে যাবে। এখন নতুন সরকার আছে চোখে ধুলা দিয়ে করা সম্ভব হবে। এখনই মোক্ষম সময়।

গ্রাহকের সাথে ১০ (দশ) লাখ টাকার চুক্তি করে প্রাথমিকভাবে ৫ (পাঁচ) লাখ টাকা অগ্রীম চায়। ভিডিওতে দেখা যায় প্রথমে প্রয়োজনে ৩ (তিন) লাখ অগ্রীম দেন পরবর্তীতে বাকীটা দিলেও হবে। সাত্তার গ্রাহককে বলেন রূপনগরের ঐ বাড়ীতে ঝামেলা আছে আমাকে আখেরটা গোছাতে হবে। আপনি জানেন যে, ঐখানে যেহেতু দাতা নাই তাই আমাকে সবকিছু ম্যানেজ করতে হবে।

আমাকে হাজিরা দেখাতে হবে। আমি দাতাকে বিদেশ আছে দেখিয়ে দিব। এভাবে সাত্তার তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এরপরও বহাল রয়েছে সাত্তার ও তার পৃষ্ঠপোষক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভিতরে ও বাহিরে ভয়াবহ দুর্নীতির ছোবলে তছনছ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। দুর্নীতিবাজ চক্রের প্রতারণায় নি:স্ব সাধারণ গ্রাহকরা।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.