September 21, 2024, 8:52 am


নিজস্ব প্রতিবেদন

Published:
2021-06-02 02:10:34 BdST

টিবি হাসপাতালের উপ-পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করছে দুদক যুগান্তর প্রতিবেদন


রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালের উপ-পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জানা যায়, অতিরিক্ত মূল্যে যন্ত্রপাতি কেনাকাটার কারণে শ্যামলী টিবি হাসপাতালের উপ-পরিচালক আবু রায়হানসহ ৫ জনের বিরুদ্ধে মামলার এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

মঙ্গলবার তিনটি মামলার অনুমোদন দিয়েছে কমিশন। শিগগিরই মামলাগুলো দায়ের করা হবে।

এ মামলায় বর্তমান উপ-পরিচালক আবু রায়হান ছাড়াও সাবেক উপ-পরিচালক ইমরান আলী ও তিন ঠিকাদারের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়। প্রায় সাড়ে তিন কোটি টাকার অতিরিক্ত দাম দেখিয়ে আত্মসাতের তথ্য প্রমাণ দেওয়া হয়েছে।

দুদক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ২৫০ শয্যাবিশিষ্ট ২০১৬-১৭ সালে টিবি হাসপাতালের পাঁচটি ক্রয়ের মাধ্যমে এই দুর্নীতির অপরাধ সংগঠিত হয়।

তিনি বলেন, এই অপরাধের অভিযোগে হাসপাতালের একজন প্রাক্তন ও একজন বর্তমান উপ-পরিচালক এবং ওই টেন্ডারের বিপরীতে তিনটি কোম্পানির মালিকসহ পাঁচজন অভিযুক্ত হয়েছেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা