September 21, 2024, 8:54 am


অনলাইন ডেস্ক

Published:
2021-06-02 19:44:39 BdST

স্বপ্নের মেট্রোরেলের দ্বিতীয় ট্রেন সেট ঢাকায় পৌঁছেছে


রাজধানীতে যানজট নিরসণে সরকারের মেগা এক প্রকল্পের নাম হচ্ছে মেট্রোরেল। আজ তা স্বপ্ন থেকে বাস্তবে রুপ নিয়েছে। দ্রুত গতিতে এগিয়ে চলছে মেট্রোরেলের কাজ। মেট্রোরেলের প্রথম সেটের কিছুদিন পর দ্বিতীয় সেটটিও আজ ঢাকায় এসে পৌঁছায়।  

মঙ্গলবার (০১ জুন) রাতে দিয়াবাড়ীর কাছে মেট্রোরেলের ছয় কোচের দ্বিতীয় সেটটি জেটির কাছে আনা হয়েছে। দেশের আবহাওয়া অনুকূলে থাকলে ২জুন বুধবার  সকাল আটটা থেকে কোচগুলো বার্জ থেকে নামিয়ে উত্তরায় মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তথ্য অনুসারে, মেট্রোরেলের দ্বিতীয় সেটবাহী জাহাজ চলতি বছরের ২১ এপ্রিল জাপানের কোবে সমুদ্র বন্দর যাত্রা শুরু করলে ৯ মে বাংলাদেশের মোংলায় পৌঁছায়। সেখান থেকে ২৪ মে বার্জে করে নদী পথে ঢাকার উদ্দেশে যাত্রা করে। ২৬ মে ঝালকাঠিতে পৌঁছানোর পর ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ঝালকাঠিতেই নোঙর করে রাখা হয় মেট্রোরেল বাহী জাহাজটিকে। পরে আভাওয়া অনুকূলে আসলে২৮ মে পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আজ ১ জুলাই রাতে ঢাকায় এসে দুই সেট পৌঁছায়।

এক সাক্ষাৎকারে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক মঙ্গলবার (০১ জুন) বলেন, প্রথম সেট ট্রেনের মতো ডিপোতে দ্বিতীয় সেট ট্রেনটিও পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা