March 17, 2025, 10:32 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2021-09-23 17:15:22 BdST

ইউনিয়ন ব্যাংকের ভল্ট থেকে ১৯ কোটি টাকা উধাও


শরিয়াহভিত্তিক নতুন প্রজন্মের ব্যাংক, ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখায় ১৯ কোটি টাকার অসঙ্গতি পেয়েছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি ব্যাংকটির ওই শাখা পরিদর্শনের পর এই অনিয়মের সন্ধান পায় কেন্দ্রীয় ব্যাংক।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সেরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শন দল ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখার ভল্টে আর্থিক পরিমাণে অসঙ্গতি পেয়েছে।

নতুন প্রজন্মের এ ব্যাংকটির বিরুদ্ধে এখন কেন্দ্রীয় ব্যাংক আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে বলেও জানান তিনি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ব্যাংকটির গুলশান শাখার ভল্টে ৩১ কোটি টাকা জমা ছিল, ভল্ট নথিতে এমনটা উল্লেখ করা হলেও কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন দল ভল্টে মাত্র পেয়েছে ১২ কোটি টাকা।

এক তদন্তকারী কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভল্টে ১৯ কোটি টাকার ঘাটতি রয়েছে এবং শাখার কর্মকর্তারা তদন্তকারী দলকে এ বিষয়ে কোনও স্পষ্ট জবাবও দিতে পারেননি।

ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরীর সঙ্গে এ প্রসঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি তাতে সাড়া দেননি।

রিপোর্ট লেখা পর্যন্ত মোকাম্মেল তার মন্তব্যের জন্য পাঠানো খুদে বার্তারও কোনো জবাব দেননি।

ভল্টের ঘটনা সম্পর্কে জানতে চাইলে ইউনিয়ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান দাবি করেন, তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.