নিজস্ব প্রতিবেদক
Published:2021-09-23 17:29:13 BdST
আলেশা মার্টের ভ্যাট ফাঁকির ৫২ লাখ টাকা আদায়
অনলাইন শপিং প্রতিষ্ঠান আলেশা মার্টের রাজধানীর বনানীর কার্যালয়ে অভিযান চালিয়ে ৫২ লাখ টাকার ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করেন ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।
ভ্যাট ফাঁকির এই সম্পূর্ণ টাকা ইতোমধ্যে আদায় করা হয়েছে বলে জানিয়েছেন তারা।
মঙ্গলবার বিকেলে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুনানিতে আলেশা মার্টের বিরুদ্ধে উত্থাপিত ভ্যাট ফাঁকির অভিযোগ মেনে নিয়েছে প্রতিষ্ঠানটি।
জানা যায়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ৮ জুন আলেশা মার্টের কার্যালয়ে অভিযান চালায় ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। সহকারী পরিচালক মুনাওয়ার মুরসালিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভ্যাট ফাঁকি সম্পর্কিত বিভিন্ন নথি জব্দ করা হয়। এসব নথিপত্র যাচাই-বাছাই করার পর ভ্যাট ফাঁকির বিষয়টি ধরা পড়ে।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, আলেশা মার্ট বিভিন্ন ধরণের সামগ্রী অনলাইনে অর্ডার গ্রহণ করে। এরপর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রেতার কাছে এসব পৌঁছে দেওয়ার মাধ্যমে পণ্য বিক্রয় করে। কিন্তু তাদের প্রাপ্ত কমিশনের উপর আরোপিত ভ্যাট যথাযথভাবে প্রদান করে না।
অনুসন্ধানে আরও যায়, প্রতিষ্ঠানটি অপরিশোধিত ভ্যাট বাবদ ১৯ লাখ ৮৫ হাজার ৪৩৬ টাকার ফাঁকি দিয়েছে। অর্থাৎ কমিশনের উপর প্রযোজ্য ভ্যাট বাবদ ৩২ লাখ ৪৩ হাজার ৭২৪ টাকা ও উৎস ভ্যাট বাবদ ১৯ লাখ ৮৫ হাজার ৪৩৬ টাকাসহ সর্বমোট ৫২ লাখ ২৯ হাজার ১৬০ টাকার ভ্যাট ফাঁকি দেয় প্রতিষ্ঠানটি।
এরপর ভ্যাট গোয়েন্দা কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিতে ভ্যাট ফাঁকির অভিযোগ মেনে নিয়ে স্বেচ্ছায় ও স্বতঃপ্রণোদিত হয়ে এ অর্থ সরকারি কোষাগারে জমা দিয়েছে আলেশা মার্ট।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.