March 18, 2025, 6:20 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2021-12-21 05:59:47 BdST

১১৬ কর কর্মকর্তাকে বদলি


আয়কর বিভাগের ৬২ সহকারী কর কমিশনার ও ৫৪ অতিরিক্ত সহকারী কর কমিশনার পদে রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)।

সোমবার এনবিআরের প্রথম সচিব (কর প্রশাসন) মো. শাহিদুজ্জামান সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

পৃথক আদেশে বদলিকৃতদের ঢাকা, নারায়ণগঞ্জ, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, বগুড়া ও রংপুরের বিভিন্ন কর অঞ্চলে যোগদান করতে বলা হয়েছে।

 

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.