March 19, 2025, 4:54 am


নেহাল আহমেদ, রাজবাড়ী

Published:
2022-11-10 23:52:21 BdST

সহযোগিতা পেলে হাইকিং ক্লাব প্রতিষ্ঠা করতে চায় ইউসুফ


আজ থেকে টানা ৫৫ দিন পায়ে হেঁটে দেশের ৬৪ জেলা ভ্রমণ করতে চান রাজবাড়ীর কালুখালীর ইকবাল মণ্ডল ওরফে ইউসুফ (২২) নামের এক যুবক। আজ ১০ তারিখ তিনি কক্সবাজার থেকে শুরু করবেন এই অভিযান।

এর আগে তিনি খুলনা থেকে চব্বিশ ঘন্টায় ১৩৩ কিলোমিটার হেটেঁ রাজবাড়ী আসেন। ঢাকা থেকে মাত্র চৌদ্দ ঘন্টায় ১২০ কিলোমিটার হেটে রাজবাড়ী আসেন।

দুপুরে রাজবাড়ী শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইউসুফ।
তিনি কালুখালী উপজেলার তোফাদিয়া গ্রামের দেলবর মণ্ডলের ছেলে।

সংবাদ সম্মেলনে ইউসুফ জানান, মাদকের ভয়াবহতা থেকে রক্ষা, রক্তদানে উৎসাহ ও পরিবেশের বন্ধু গাছ কাটা থেকে বিরত রাখতে পায়ে হেঁটে ৫৫ দিনে দেশের ৬৪টি জেলা ভ্রমণ করবেন।

১০ নভেম্বর কক্সবাজারের জিরো পয়েন্ট থেকে হাঁটা শুরু করবেন। ৫ জানুয়ারি নিজ জেলা রাজবাড়ীতে আসার মাধ্যমে শেষ হবে তার এ হাঁটা অভিযান।

প্রতিদিন গড়ে প্রায় ১০ ঘণ্টা হাঁটবেন ইউসুফ। তবে সহযোগিতায় এখনো কোনো পৃষ্ঠপোষক পাননি তিনি।

এছাড়া নিজেকে ফিট রাখতে প্রতিদিন প্রায় ৩০ কিলোমিটার হাঁটেন বলেও জানান এই যুবক।

এই সংবাদ সম্মেলনে শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসিফ মাহমুদ ও শুভাকাঙ্ক্ষী রকিব উদ্দিন খান মামুন উপস্থিত ছিলেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.