নিজস্ব প্রতিবেদক
Published:2023-10-18 17:20:14 BdST
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের পক্ষ থেকে শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালিত
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের উদ্যোগে আজ শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালিত হয়েছে।
১৮ অক্টোবর (বুধবার) জাতির পিতা বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষ্যে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ রূপালী ব্যাংক লিমিটেড, প্রাতিষ্ঠানিক কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি মরিয়ম খানম এবং সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন খানের নের্তৃত্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয় এবং বাদ জোহর মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।
প্রাতিষ্ঠানিক কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি মরিয়ম খানম বলেন, "প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আদরের ছোট ভাই শহীদ শেখ রাসেল সহ ১৯৭৫ সালে ১৫ই আগষ্টে নিষ্ঠুরভাবে স্বপরিবারের উপর হত্যাযজ্ঞ চালিয়ে দেশে এক কলঙ্কময় অধ্যায় সৃষ্টি করেছে খুনিরা। তাই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামীতে বাংলাদেশকে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।"
এসময়ে সংগঠনের অন্যান্য নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.