নিজস্ব প্রতিবেদক
Published:2023-10-29 11:52:52 BdST
বিএনপির হরতাল কর্মসূচিরাজধানীর একাধিক স্থানে বাসে অগ্নিসংযোগ
বিএনপি-জামায়তের হরতাল চলাকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শিকড় পরিবহন নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (২৯ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা কেউ বলতে পারছে না। ঘটনাস্থলের কাছেই থাকা পুলিশ আগুন দেখে ছুটে এলেও কাউকে আটক করতেদ পারেননি বলে জানা গেছে।
উৎসব পরিবহনের মালিক রফিকুল ইসলাম বলেন, বাসটি রানিং থাকা অবস্থায় আগুন জ্বলতে শুরু করে। গাড়িতে কোনো যাত্রী ছিল না। কাউকে নামতেও দেখিনি। হঠাৎ করেই আগুন লেগে যায়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়িটির আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ততক্ষণে গাড়ির প্রায় বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
মোহাম্মদপুর ও তাঁতী বাজারে বাসে আগুন
রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল ও ময়ূর ভিলার বিপরীত পাশে প্রজাপতি ও স্বাধীন পরিবহনে আগুনের ঘটনা ঘটেছে।
রোববার(২৯ অক্টোবর) ভোর রাতে ও সকাল সাড়ে দশটার দিকে পৃথক দুটি বাসে আগুনের ঘটনা ঘটে।
এছাড়া তাঁতী বাজার মোড় এবং রায়সা বাজারের মাঝখান বরাবর একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
গাজীপুর ও সাভারে দুটি বাসে আগুন
রাজধানী ঢাকার পর এবার গাজীপুর ও সাভারে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এ দুটি ঘটনা ঘটে।
রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর কোনাবাড়ী দেওলিয়াবাড়ী এলাকায় আঞ্জুমান তেলের পাম্পের কাছে আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
এরপর রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের বলিয়ারপুর এলাকায় আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন বলেন, রাত ৯টার দিকে দেওলিয়াবাড়ী আঞ্জুমান তেলের পাম্পের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা আজমেরি পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা বাসটির আগুন নিভিয়ে ফেলেন। কারা বাসটিতে আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
এছাড়া উত্তরায় বিআরটিসির তিনটি বাসে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে বাসগুলোর জানালার গ্লাস ভেঙে গেছে।
এদিকে সকাল থেকে বিএনপি এবং জামায়াতে ইসলামীর ডাকা হরতালের তেমন কোনো প্রভাব দেখা যায়নি রাজধানীর সড়কগুলোতে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় হরতালের সমর্থনে মিছিল এবং পিকেটিংয়ের খবর পাওয়া গেছে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.