September 21, 2024, 6:11 am


শাফিন আহমেদ

Published:
2024-05-19 15:44:17 BdST

নাটোরে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালা


‘স্মার্ট বাংলাতেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা আজ নাটোরে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর আয়োজনে সকাল দশটায় সার্কিট হাউজে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) এ, কে, এম আজিজুল হকের সভাপতিত্বে উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের উপ পরিচালক (প্রশাসন) সোহেল রানা। ইনস্টিউটের প্রোগ্রামার আব্দুস সালাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে স্মার্ট বাংলাদেশের কাংখিত গন্তব্যে এগিয়ে যাচ্ছে দেশ। এজন্যে চারটি স্তম্ভ-স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্মেন্ট শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে হবে। এক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট স্মার্ট গণমাধ্যম কর্মী তৈরীতে কর্মশালা এবং দেশে-বিদেশে প্রশিক্ষণ, প্রতিযোগিতা ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা