September 21, 2024, 12:41 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2024-06-01 10:36:28 BdST

এমপি আনারের লাশগুমে জড়িত সিয়াম নেপালে আটক


ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যাকান্ডের অন্যতম সন্দেহভাজন মোঃ সিয়াম হোসেনকে নেপালে আটক করা হয়েছে।

বৃস্পতিবার (৩০ মে) নেপাল পুলিশ তাকে আটক করেছে বলে জানা গেছে। আটক সিয়ামকে দেশে ফিরিয়ে আনতে এরই মধ্যে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছে বলেও জানা গেছে।  

বাংলাদেশ পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, তারা নেপালে সিয়ামের আটকের খবর অনানুষ্ঠানিকভাবে জেনেছেন। তবে এ বিষয়ে বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে জানায়নি।

আনার হত্যার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৩ মে কলকাতার নিউটাউনের সঞ্জিভা গার্ডেনে এমপি আনারকে হত্যার পর লাশ গুম করার ক্ষেত্রে সিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর সে নেপাল চলে যায়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, কাঠমান্ডুতে আটক সিয়ামের বাড়ি ভোলার বোরহানউদ্দিনে। তিনি আক্তারুজ্জামানের সহকারী হিসেবে কাজ করতেন।

এমপি আনার হত্যার ঘটনায় এখন পর্যন্ত কলকাতা ও বাংলাদেশে দুইটি পৃথক মামলা করা হয়েছে। পারস্পরিক তথ্য বিনিময়ের মধ্য দিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কলকাতা পুলিশ মামলার তদন্ত করছে।

এই ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত ঢাকায় ৩ জন এবং কলকাতায় একজনকে আটক করা হয়েছে বলে জানা যায়।

তবে এই মামলার গুরুত্বপূর্ণ আসামি শিমুল ভূঁইয়াসহ তিনজন ঢাকায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন। তাদের কাছ থেকে তথ্য যাচাই-বাছাইয়ের জন্য সিয়াম হোসেনকে দেশে ফেরানোর লক্ষ্যে বাংলাদেশের দিক থেকেও যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা