March 17, 2025, 2:01 pm


অনলাইন ডেস্ক:

Published:
2024-06-04 16:49:19 BdST

ভারতে লোকসভা নির্বাচনের ভোট গণনায় কারা এগিয়ে?


ভারতে ৪৭ দিনের নির্বাচনী কর্মকাণ্ড শেষ হওয়ার পর মঙ্গলবার (৪ জুন) ভোট গণনা চলছে। সন্ধ্যার মধ্যে জানা যেতে পারে দেশটির নতুন সরকারের দায়িত্ব কারা পাচ্ছে।
লোকসভা নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হলো বিজেপি-নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) এবং বিরোধী ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া)।
বেশিরভাগ বুথ ফেরত জরিপ বলছে, নরেন্দ্র মোদি সহজ জয় পাবেন, আর এমনটি হলে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসবেন তিনি। এমনটি ভারতের ইতিহাসে কেবল জওহরলাল নেহরুর ক্ষেত্রে হয়েছিল।
তবে, বিরোধী ইন্ডিয়া জোট প্রত্যাশার চেয়ে ভালো করছে এবং এগিয়ে যাচ্ছে। লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য দরকার অন্তত ২৭২টি আসন।
টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, দুপুর ২টা ৪২ মিনিট পর্যন্ত ৫৪৩ আসনের মধ্যে ২৮৭ আসনে এগিয়ে রয়েছে এনডিএ, আর ইন্ডিয়া জোট ২৩৬ আসনে এগিয়ে। অন্যান্য দল ২০ আসনে এগিয়ে।
ভারতে এবার প্রায় ৯৭ কোটি ভোটার ছিলেন, যাদের মধ্যে প্রায় দুই কোটি নতুন ভোটার। নির্বাচনে ভোট পড়ে ৬৪ কোটির বেশি, অর্থাৎ ভোট পড়ার হার গড়ে ৫৮ দশমিক ৫৮ শতাংশ।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.