September 20, 2024, 6:37 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2024-07-17 12:22:51 BdST

ঢাবিতে পরিস্থিতি থমথমে, রাজনীতি বন্ধের দাবি শিক্ষার্থীদের


মধ্যরাতে ছাত্রলীগ নেত্রীকে হলের রুমে মারধর করার পর সোয়া ১২টায় প্রক্টর এসে তাদের নিরাপদে সরিয়ে নেন। এরপর প্রায় আধা ঘণ্টার মতো বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা মহড়া ও স্লোগান দেন। এতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ সময় হলে সাধারণ ছাত্রীরা হলে রাজনীতি বন্ধের দাবি তোলেন। তারা প্রভোস্টকে চাপ দিয়ে হলে আর কোনও ধরনের ছাত্ররাজনীতি থাকবে না মর্মে লিখিত নেন বলে জানা যায়।

তবে এ বিষয়ের সত্যতা জানতে হল প্রভোস্ট ড. নিলুফার রহমানের নম্বরে বেশ কয়েকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি।

অন্যদিকে রাত ১টার দিকে টিএসসিতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ১০ থেকে ১৫টি মোটরসাইকেল ও ১১টি গাড়ির বহর নিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন। এরপর মাঝেমধ্যে টিএসসি এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন।

সরেজমিনে দেখা গেছে, ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী অবস্থান করছেন। তাদের মধ্যে টিএসসির ভেতরে নেতাকর্মীদের নিয়ে অবস্থান করছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এ ছাড়া ভিসি চত্বরে অর্ধশতাধিক ছাত্রলীগ নেতাকর্মীকে বাইকসহ উপস্থিত দেখা যায়।

অন্যদিকে রাত পৌনে ২টায় রোকেয়া হলের ভেতর থেকে স্লোগান শোনা গেছে। এমন অবস্থায় গোটা ক্যাম্পাস এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সার্জেন্ট জহুরুল হক হলের সামনে অতিরিক্ত পুলিশের উপস্থিতি দেখা গেছে। এছাড়া টিএসসি এলাকায় পুলিশ মহড়া দেয়। কিছুক্ষণ থাকার পর পুলিশ এখান থেকে সরে যায়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা