September 20, 2024, 6:50 pm


অনলাইন ডেস্ক:

Published:
2024-07-18 13:14:52 BdST

 বাড্ডা উত্তপ্ত


সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন আন্দোলনকারীরা। এরই ধারাবাহিকতায় সড়কে নেমেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদরাসা, মেডিকেল কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি।রাজধানীর উত্তর বাড্ডা থেকে রামপুরা পর্যন্ত ব্র্যাক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। সেখানে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের পর এই এলাকায় যোগ দেন নর্থ সাউথ, আইইউবি, এআইইউবিসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরাও।
যোগ দেওয়া শিক্ষার্থীরা মেরুল বাড্ডা এলাকায় এলে পুলিশ আবারও টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে ছাত্ররা পিছু হটে আবার সঙ্ঘবদ্ধ হয়ে সামনে আগান।
এসময় পুলিশের একটি ভ্যান লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশের গাড়ি দুটি রিকশাকে উলটে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন বিরোধী স্লোগান দিতে থাকেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা