September 20, 2024, 5:24 pm


অনলাইন ডেস্ক:

Published:
2024-08-03 15:57:24 BdST

রামপুরায় সড়ক দখলে নিয়েছেন শিক্ষার্থীরা


কয়েক হাজার শিক্ষার্থী রাজধানীর বাড্ডা-রামপুরা সড়ক দখলে নিয়েছেন। এ সময় বাড্ডা থানার অর্ধশতাধিক পুলিশ রাস্তা থেকে সরে গেছে।
শনিবার বেলা ১১টার দিকে ইস্টওয়েস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন আশপাশের বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। বেলা দেড়টার দিকে অন্তত ৩ হাজার শিক্ষার্থী জড়ো হয়েছেন এ বিক্ষোভ সমাবেশে।
দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেন। দুপুরের পর শিক্ষার্থীদের এ মিছিল জাতীয় শহিদ মিনারের অভিমুখে যাওয়ার কথা রয়েছে।
এদিকে সারা দেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার গণমিছিল করেছে। ঢাকার উত্তরা, খুলনা, হবিগঞ্জ ও সিলেটে গণমিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। লক্ষ্মীপুর, নরসিংদীসহ বিভিন্ন স্থানের গণমিছিলে হামলা ও বাধা দেওয়ার অভিযোগ এসেছে। গণমিছিলে হামলার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল এবং রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।

 

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা