September 20, 2024, 3:53 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2024-08-03 20:39:51 BdST

শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন


চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এই সময় তার বাড়িতে থাকা দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের একটি অংশ এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রাহুল দাস জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ভেতর মিশে থাকা বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়েছে।

তিনি বলেন, ৭০/৮০ জনের একটি দল মন্ত্রীর চশমা হিলস্থ বাড়ির গেটে গিয়ে গেট ভেঙে বাড়িতে ঢুকে এবং বাড়ির ভেতর থাকা দুইটি গাড়ি ভাঙচুর ও মন্ত্রীর ব্যবহৃত গাড়িতে আগুন দেয়।

এই ঘটনাকে জঘন্য ও নজিরবিহীন মন্তব্য করে তিনি বলেন, চট্টগ্রামে কোন রাজনৈতিক নেতার বাড়িতে এ ধরণের হামলার অতীত কোন রেকর্ড নেই।

এই বিষয়ে জানতে চাইলে সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার তারেক আজিজ এ ধরনের ঘটনার খবর শুনেছেন। তবে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

জানা যায়, শনিবার দিনভর নিউমার্কেট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও জমায়েত অনুষ্ঠিত হয়। বিকেলে সেখান থেকে তারা মিছিল নিয়ে লালখান বাজার, ওয়াসা, জিইসি হয়ে দুই নম্বর গেট যায়। সেখান থেকে আন্দোলনকারীদের একটি অংশ চশমা হিলস্থ শিক্ষামন্ত্রীর বাড়িতে গিয়ে এই হামলার ঘটনা ঘটায়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা