September 20, 2024, 12:29 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2024-08-08 11:06:27 BdST

বান্দরবানে অতিরিক্ত পুলিশ সুপারকে পেটালেন সহকর্মীরা


বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজমীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরের দিকে জেলা পুলিশ লাইন্সে এই ঘটনা ঘটে। এসময় কর্মরত সাধারণ পুলিশ সদস্যরা তাকে মারধর করেন।

জানা যায়, পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ সদস্যরা ডিউটি পালনে অনীহা প্রকাশ করেন। অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজমী ডিউটি করতে পুলিশ সদস্যদর অনুরোধ করেন। এতে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন পুলিশ সদস্যবৃন্দ। এসময় তারা ক্ষিপ্ত হয়ে অতিরিক্ত পুলিশ সুপারের দিকে তেড়ে যান এবং তাকে মারধর করেন। এ সময় আত্মরক্ষার্থে তিনি অস্ত্রাগারে আশ্রয় নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ সদস্য জানান, সারা দেশে বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে একাধিক পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়ছে। দুঃসময়ে অনেক সিনিয়র পুলিশ অফিসার পালিয়ে গেছেন।

বর্তমান প্রেক্ষাপটে আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় সাধারণ পুলিশ সদস্যরা ডিউটি করতে অনাগ্রহ প্রকাশ করছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিউটি করতে বেশি চাপ প্রদান করলে কনস্টেবলরা বিদ্রোহ ঘোষণা করেন। এই বিষয়ে পুলিশ লাইন্সে কর্মরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা কিছু বলতে অস্বীকৃতি জানান।

এ বিষয়ে জানতে পুলিশ সুপার সৈকত শাহিনের মুঠোফানে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা