September 20, 2024, 9:56 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2024-08-23 07:47:14 BdST

চুয়াডাঙ্গায় অস্ত্র ও ১১ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক


চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে পিস্তল, গুলি, চাকু ও নগদ ১১ লাখ টাকাসহ হাবিবুর রহমান রাজিব নামের এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

বুধবার (২১ আগস্ট) চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়।

হাবিবুর রহমান রাজিব চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের অর্থনীতি বিষয়ক সম্পাদক।

অভিযান সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে শহরের বাগানপাড়ার একটি পাঁচতলা বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভবনের দ্বিতীয় তলা থেকে রাজিবকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। তার আলমারি তল্লাশি করে একটি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুইটি দেশীয় অস্ত্র, ১১ লাখ টাকা উদ্ধার করা হয়।

পরিদর্শক নাজমুল হোসেন খান বলেন, মাদক উদ্ধার অভিযানে গিয়ে পিস্তল, গুলি, চাকু ও নগদ ১১ লাখ টাকাসহ হাবিবুর রহমান রাজিবকে আটক করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা