September 20, 2024, 6:53 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2024-08-29 00:25:06 BdST

আমি ও আমার দল ভুলের ঊর্ধ্বে না: জামায়াত আমির


গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমি ব্যক্তি হিসেবে এবং আমাদের দল ভুলের ঊর্ধ্ব না। তিনি বলেন, ‘আমাদের ভুল কেউ ধরিয়ে না দিলে আমরা তো ভুলের ওপর প্রতিষ্ঠিত থেকে যাবো।’

বুধবার (২৮ আগস্ট) রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে ‘প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, প্রধান নির্বাহী, বার্তা সম্পাদক ও চিফ রিপোর্টারদের সঙ্গে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের মতবিনিময় সভা’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আমির আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে বিগত সাড়ে ১৫টি বছর আমরা আমাদের মুখের ভাষা জনগণের কাছে পৌঁছাতে পারিনি। আমাদের কর্মের বিষয় গুলোতে আমরা জনগণকে সম্পৃক্ত করতে পারিনি। আমরা মিডিয়াগুলোতে আমাদের বক্তব্য পাঠাতে চেষ্টা করতাম।’

জামায়াত আমির মনে করেন, ‘কিন্তু সেখানে যে কারণেই হোক, আপনাদের মনের আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও তা প্রকাশ করতে পারেননি বলে আমরা ধারণা করি। এই না পারার জায়গাটা চিরতরে বিলীন হয়ে যাক, নিশ্চিহ্ন হয়ে হয়ে যাক, আমরা দোয়া করি। আমি ব্যক্তি হিসেবে এবং আমাদের দল ভুলের ঊর্ধ্বে নয়। আমাদের ভুল কেউ ধরিয়ে না দিলে আমরা তো ভুলের ওপর প্রতিষ্ঠিত থেকে যাবো।’

‘জামায়াতে ইসলামী দেশের বুকে গড়ে ওঠা একটা সংগঠন’ উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘ইসলামের সুমহান আদর্শকে বুকে ধারণ করে দেশপ্রেমকে প্রাধান্য দিয়ে এবং দেশ ও জাতির প্রয়োজন সামনে রেখে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আমরা ভুলের ঊর্ধ্বে নই।’

তিনি আহ্বান জানান, ‘আপনাদের সমালোচনা, পরামর্শ আমাদের চলার পথকে সহজ করবে। আমরা জাতি হিসেবে এক। আমরা কোনও বিভক্তি চাই না। আসুন, আমরা শপথ নিই, আমরা জাতির স্বার্থে সর্বদা এক থাকবো।’

প্রসঙ্গত, বুধবার (২৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিদায়ী আওয়ামী লীগ সরকারের দেওয়া ‘নিষেধাজ্ঞা’ উঠে গেছে জামায়াত ও শিবিরের। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করার কারণে ‘মানবতাবিরোধী অপরাধে’ যুক্ত থাকার অভিযোগে ‘নিষেধাজ্ঞায়’ পড়েছিল জামায়াত। পাশাপাশি জুলাইয়ে সংঘটিত আন্দোলনে ‘সহিংসতার প্রমাণ’ মেলায় নিষেধাজ্ঞা ছিল ছাত্রশিবিরের ওপরও। আজ সরকারের আদেশে প্রজ্ঞাপনটি বাতিল হয়েছে।

সাংবাদিকদের জামায়াত আমির বলেন, ‘আসুন, আমরা সমাজের সব হাতকে এক জায়গায় নিয়ে আসি। শপথ নিই, আমরা জাতীয় স্বার্থে এক। এই জায়গায় আমরা কম্প্রোমাইজ করবো না। এটা কারও পক্ষে বা বিপক্ষে গেলেও এতে আমাদের কিছু আসে যায় না। সবকিছুর ঊর্ধ্বে জাতীয় স্বার্থ। আপনাদের কলম মুক্ত ও শানিত হোক।’

সভায় বক্তব্য দেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দীন, বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল হাই শিকদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম এ আজিজ, দৈনিক মানবজমিন পত্রিকার নির্বাহী সম্পাদক শামীমুল হক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, বাংলা ভিশনের প্রধান সম্পাদক ড. আব্দুল হাই সিদ্দিক, মিডিয়া ব্যক্তিত্ব হাসান আহমদ কিরণ, প্রবীণ সাংবাদিক এলাহী নেওয়াজ।

উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, দৈনিক কালবেলা সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা, আমার সংবাদ সম্পাদক হাশেম রেজা, নয়া শতাব্দী সম্পাদক নাঈম সালেহীন, ডেইলি স্টারের বিশেষ সংবাদদাতা রাশেদুল হাসান প্রমুখ।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা