May 5, 2025, 11:55 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-05-05 18:02:01 BdST

না ফেরার দেশে বর্ষীয়ান রাজনীতিবিদ হাবিবুর রহমান সিরাজ


বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ মো: হাবিবুর রহমান সিরাজ আজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

বার্ধক্যজনিত কারণে হাবিবুর রহমান সিরাজ নানান শারীরিক জটিলতায় সংকটাপন্ন অবস্থায় গত দেড় মাস ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ৯ দিন যাবৎ লাইফ সাপোর্টে থাকার পর আজ বিকেল ৩টায় ইন্তেকাল করেন।

তার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন তার ছেলে পরশ রহমান রাফসানজানী (পরশ হাওলাদার)।

পরশ রহমান রাফসানজানী ফেসবুকে লেখেন, আমার পিতা আপনাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা, সাবেক শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সিরাজ আমাদের মাঝে নেই। আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন। আমার বাবার জন্য তার আত্মার মাগফিরাত কামনা করছি।

পারিবারিক সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, আগামীকাল বাদ আছর নিজ বাড়ি মাদারীপুর জেলার শিবচরের মাদবরচরে তার জানাযা সম্পন্ন হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাজায় শরিক হয়ে মরহুমের মাগফিরাতের জন্য দোয়ার বিশেষ অনুরোধ করা হয়েছে।

১৯৬৯ সালের ১২ই অক্টোবর বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিক লীগ বাংলাদেশের রাজনীতিতে আত্মপ্রকাশ করে। এই সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান সিরাজ সততা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার বদৌলতে পর্যায়ক্রমে জাতীয় শ্রমিক লীগের দপ্তর সম্পাদক, যুগ্ন সাধারন সম্পাদক এবং ১৯৮৬ সালে সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন।

তিনি সরাসরি জড়িত ছিলেন ৬৬ এর ঐতিহাসিক ছয় দফা আন্দোলনে, ৬৯ এর গন অভ্যুত্থানে, ৭০ এর নির্বাচনে, ৭১ এর মুক্তি সংগ্রামে। 

তিনি ২০০২ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টানা ৫ বার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত হন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বর্ষীয়ান এই শ্রমিক নেতা পুরোটা সময় কাটিয়ে দিয়েছেন মেহনতি মানুষের কল্যাণে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ডাকে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন হাবিবুর রহমান সিরাজ। ৭ই মার্চ বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানে ঐতিহাসিক জনসভায় নরসিংদীর ঘোড়াশাল থেকে হাজার হাজার শ্রমিকদের সাথে নিয়ে রেললাইন ধরে পায়ে হেঁটে জনসভায় যোগদান ছিল চোখে পড়ার মত।

৭৭ বছরের জীবনে ৬০ বছরই তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন। নিজ পরিবারকে উপেক্ষা করে রাজনীতি এবং মানুষের কল্যানেই নিজের জীবনকে উৎসর্গ করেছেন।

বাংলাদেশের শ্রমিক আন্দোলনের পুরোধা এই নেতা দেশের বাহিরেও একাধিকবার বাংলাদেশের মেহনতি মানুষের কথা তুলে ধরেছেন একাধিক আন্তর্জাতিক সেমিনারে। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মো: হাবিবুর রহমান সিরাজ বাংলাদেশ ইন্সটিটিউট অফ লেবার স্টাডিজ (বিলস) এর চেয়ারম্যান ছিলেন।

বন্যার্ঢ রাজনৈতিক জীবন হলেও, রাজনীতি থেকে পেয়েছেন এক বুক হতাশা। তবুও তার কোন রকমের আফসোস ছিল না। সর্বদা প্রচারবিমুখ হাবিবুর রহমান সিরাজ লোভ লালসা, শত দু:খ কষ্ট নির্যাতনেও কখনো বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের আদর্শচ্যুত হননি।

গত ১৭ বছর ক্ষমতাসীন দলে থাকলেও ক্ষমতা তাকে অর্থ বিত্তের লোভে গ্রাস করতে পারেনি। ক্ষমতা তাকে মানুষ থেকে আলাদা করতে পারেনি। তাই তো নিজ জন্মস্থান মাদারীপুরের শিবচরে আজও তিনি দল মত নির্বিশেষে সার্বজনীন শ্রদ্ধেয় একজন রাজনীতিবিদ।

বর্ষীয়ান রাজনীতিবিদ মো: হাবিবুর রহমান সিরাজের এই অকাল মৃত্যুতে 'দ্যা ফিন্যান্স টুডে' এর সম্পাদক ও প্রকাশক মো: মতিউর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ব্যক্তিগতভাবে ব্যথিত ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

তিনি ব্যক্তিগতভাবে ও 'দ্যা ফিন্যান্স টুডে'র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং পরিবারের সকলকে গভীর সমবেদনা জানান।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.