September 20, 2024, 2:56 pm


সামি

Published:
2020-03-15 23:49:12 BdST

করোনা মোকাবেলায় সার্ক নেতাদের বৈঠক চলছে


করোনা ভাইরাস মোকাবেলার কৌশল নির্ধারণে সার্কভুক্ত দেশগুলোর নেতারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছেন। আজ বিকেল সাড়ে ৫টায় এই বৈঠক শুরু হয়। এর মধ্য দিয়ে ২০১৪ সালের নভেম্বর মাসের পর দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) শীর্ষ নেতারা প্রথমবারের মতো মিলিত হলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন। 

আজকের বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমে হলেও একে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ভারত, বাংলাদেশসহ বেশির ভাগ দেশ ২০১৬ সালে পাকিস্তানে নির্ধারিত সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় ইসলামাবাদকে ওই সম্মেলন স্থগিত করতে হয়েছে। সন্ত্রাসে পাকিস্তানের মদদ দেওয়ার অভিযোগে সার্কের কার্যক্রম বেশ কয়েক বছর ধরেই স্থবির রয়েছে। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধের সম্মিলিত প্রয়াস চালাতে সার্ক নেতাদের ভিডিও কনফারেন্সের ডাক দিয়েছেন।

মোদির প্রস্তাবে অনলাইন বৈঠকে অংশ নিতে শেষ পর্যন্ত পাকিস্তানও রাজি হয়েছে। তবে ইসলামাবাদ জানিয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী ইমরান খান অংশ নেবেন না। পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন তার স্বাস্থ্যবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা জাফর মির্জা।

এর আগে গত শুক্রবার মোদির প্রস্তাবে সম্মতি জানায় বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল ও ভুটান। সার্কের আটটি দেশের মধ্যে পাকিস্তানই সবার শেষে সাড়া দেয়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা