January 7, 2026, 3:23 am


S M Fatin Shadab

Published:
2026-01-05 15:30:22 BdST

ফেডারেল আদালতে তোলা হবে মাদুরো ও ফ্লোরেসকে


যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাখা হয়েছে নিউইয়র্কের ব্রুকলিন এলাকার আটক কেন্দ্রে। সেখান থেকে তাঁকে স্ত্রী সিলিয়া ফ্লোরেসসহ তোলা হবে ফেডারেল আদালতে।

এই দম্পতিকে আদালতে তোলা হতে পারে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার। আদালতে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ২৫ পৃষ্ঠার এক অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্তরা যুক্তরাষ্ট্রে কয়েক টন কোকেন পাচারের সঙ্গে যুক্ত। একটি সহিংস অপরাধচক্রকে সহায়তা করে এই দম্পতি বিপুল অর্থ অর্জন করেছেন।


তবে মাদুরো দীর্ঘদিন ধরেই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। গ্রেপ্তারের আগে তিনি বলেছিলেন, এগুলো তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার একটি অজুহাত মাত্র। আদালতে তোলার পর এই দম্পতিকে নিজেদের দোষ স্বীকার বা অস্বীকার করে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে। তবে তাঁদের জামিন পাওয়ার সম্ভাবনা খুবই কম।

ব্রুকলিনের যে আটক কেন্দ্রে মাদুরোকে রাখা হয়েছে সেটি অতিরিক্ত ভিড় ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য কুখ্যাত। এর আগে বিভিন্ন সময় এই কেন্দ্রে একাধিক সহিংস ঘটনা ঘটেছে।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র এখন ভেনেজুয়েলা পরিচালনা করবে। একই সঙ্গে তিনি দেশটির তেল শিল্পে ‘পূর্ণ প্রবেশাধিকার’ দাবি করেছেন। ভেনেজুয়েলায় থাকা মাদুরো ঘনিষ্ট নেতা বা কর্মকর্তারা নির্দেশ মানতে ব্যর্থ হলে নতুন করে সামরিক হামলা চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.