January 19, 2026, 8:28 pm


S M Fatin Shadab

Published:
2026-01-19 17:52:46 BdST

বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ায় অসহযোগিতা করেছেন মমতা: মোদি


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ভূমি অধিগ্রহণে ইচ্ছাকৃতভাবে অসহযোগিতা করার অভিযোগ তুলেছেন।

রোববার (১৮ জানুয়ারি) ২০০৬ সালের কৃষক আন্দোলনের স্মৃতিবিজড়িত সিঙ্গুরের এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় মোদি দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটব্যাংকের রাজনীতির স্বার্থে অনুপ্রবেশকারীদের অবাধে প্রবেশের সুযোগ করে দিতেই সীমান্ত সুরক্ষায় বাধা দিচ্ছেন।

দ্য স্টেটসম্যানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোদি তৃণমূল সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পগুলো রাজ্যে বাস্তবায়িত হতে না দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষকে বঞ্চিত করার অভিযোগও তুলেছেন।

মোদি তার ভাষণে বলেন, বিজেপি ও তার সঙ্গে রাজনৈতিক লড়াই করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলা করছেন। তিনি অভিযোগ করেন, কেন্দ্রের জনকল্যাণমূলক প্রকল্পগুলো রাজ্যে কার্যকর করতে না দিয়ে আদতে মানুষেরই ক্ষতি করা হচ্ছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.