January 18, 2026, 5:26 pm


S M Fatin Shadab

Published:
2026-01-18 15:56:52 BdST

‘সরকার একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে, কোনো ব্যক্তিকে নয়’


নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, সরকার একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারে, তবে কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করা হয়নি।

রোববার (১৮ জানুয়ারি) ইসি ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত নির্বাচনী আপিলের শেষ দিনের শুনানিতে তিনি এই মন্তব্য করেন।

টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানিতে লিয়াকত আলীর আইনজীবী যুক্তি দেন, যে কারণে আবদুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইসি কমিশনার মাছউদ বলেন, ‘সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, কিন্তু কোনো ব্যক্তিকে নয়।’

সব পক্ষের বক্তব্য শোনার পর নির্বাচন কমিশন আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতা বহাল রাখার সিদ্ধান্ত নেয়।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ দিনের আপিল শুনানি রোববার সকাল সোয়া ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) শুরু হয়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.