February 25, 2025, 3:39 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2021-10-30 22:27:00 BdST

উৎসবমূখর পরিবেশে চলছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন-২০২১


আজ শনিবার (৬ এপ্রিল) রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন-২০২১ উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে প্রতিনিধি ও সংরক্ষিত মহিলা পদ সহ মোট ২২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নানান যলপনা কল্পনার নির্বিশেষে সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে।

নির্বাচন উপলক্ষে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এখন উৎসবের আমেজ। লাইনে দাঁড়িয়ে প্রার্থীরা ভোট চাইছেন। এরই মধ্যে অনেক প্রার্থী নিজেদের ভোট দিয়েছেন। নির্বাচন ঘিরে সঠিক সুষ্ঠু প্রার্থীদের বরন করে নেওয়ার অপেক্ষায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রাঙ্গন।

নির্বাচনে অভিভাবক প্রতিনিধি প্রার্থী, সংরক্ষিত মহিলা পদপ্রার্থীরা নির্বাচিত হয়ে ২০২০-২১ অর্থবছরে গভর্নিং ম্যানেজিং কমিটি'তে বিশেষ ভুমিকা রাখবে বলে আশা ব্যক্ত করছেন প্রার্থীগন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.