February 25, 2025, 4:24 am


নেহাল আহমেদ, রাজবাড়ী প্রতিনিধি

Published:
2021-12-11 02:30:47 BdST

রাজবাড়ি জুট মিলে ভয়াবহ আগুনে কয়েকশ কোটি টাকার ক্ষতি


রাজবাড়ীতে অবস্থিত 'রাজবাড়ি জুট মিলে' ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। শুক্রবার(১০ ডিসেম্বর) ভোর ৬ টার কিছুক্ষণ পর রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর এলাকার এই জুট মিলের উৎপাদন কারখানায় আগুন লাগে।

উৎপাদন কারখানার ১ নং ইউনিটে তেলের ইমালমন ট্যাংঙ্কি থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

তিন হাজার শ্রমিকের রুটি রোজগারের আশ্রয়টুকু পুড়ে যাওয়ায় তাদের চোখে মুখে অন্ধকার। রাজবাড়ী আল্হাদীপুরে ২০১১ সালে যাত্রা শুরু করে আজ জেলার প্রতিষ্ঠিত জুট মিল হিসাবে পরিচিত।

হঠাৎ ভোর ছ টার দিকে আগুনের সূত্রপাতের সাথে মুহুর্তেই ভসীভূত হয়ে যায় তিনটি ইউনিটের প্রধান ইউনিটটি। ৪৮ ফ্রেমের এই ইউনিটে প্রতিদিন সত্তর টন সুতা উৎপাদন হতো। প্রায় তিন হাজার শ্রমিকের ভাগ্য অনিশ্চয়তার মুখে পড়েছে।

শুক্রবার হওয়ার কারনে মিলটি বন্ধ থাকার কারনে কোন হতাহতের ঘঠনা ঘটেনি।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে রাজবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট। কিছুক্ষণ পর এই আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয় আরও ৫টি ইউনিট।

ফায়ার সার্ভিসের বৃহত্তর ফরিদপুর ইউনিটের সহকারী পরিচালক মো.নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে সম্পূর্ণরুপে আগুন নেভাতে ইউনিট গুলো কাজ করে যাচ্ছে।

তবে ফায়ার সার্ভিসের এই দাবির প্রতি ক্ষোভ জানিয়েছেন মিলের মালিক ও শ্রমিকরা।

অতিরিক্ত পুলিশ সুপার মো.সালাউদ্দিন শেখ বলেন, এটি একটি শিল্প কারখানা হওয়ার কারণে আমাদের পুলিশ সদস্যরা নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন।

এই রির্পোট লেখা পর্যন্ত কোন তদন্ত কমিটি গঠন করা হয়নি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমান এখনও  নির্নয় করা সম্ভব হয়নি।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.