February 25, 2025, 6:23 am


নেহাল আহমেদ, রাজবাড়ী প্রতিনিধি

Published:
2021-12-28 09:27:06 BdST

রাজবাড়ীতে ৬টিতে নৌকার জয়, ৮টিতে স্বতন্ত্র


৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর সদর উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী এবং ৮টিতে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছে।

২৬ ডিসেম্বর রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে রাজবাড়ী উপজেলা পরিষদ থেকে এই ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৪র্থ ধাপে অনুষ্ঠিত রাজবাড়ী জেলার ১৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নির্বাচিত হলেন- মিজানপুর ইউনিয়নে টুকু মিজি (নৌকা), বরাটে কাজী শামসুদ্দিন (আনারস), পাঁচুরিয়ায় মো: মুজিবর রহমান রতন (আনারস), শহীদ ওহাবপুরে নূর মোহাম্মদ ভুইয়া (নৌকা), সুলতানপুরে আশিকুর রহমান (ঘোড়া), রামকান্তপুরে রাজিব মোল্লা বাবু(স্বতন্ত্র), মূলঘরে শেখ মো: ওয়াহিদুজ্জামান (নৌকা), খানগঞ্জে শরিফুর রহমান সোহান (নৌকা), খানখানাপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ.কে.এম ইকবাল হোসেন (চশমা), চন্দনীতে আব্দুর রব (নৌকা), বানিয়াবহতে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) শেফালী বেগম (নৌকা), দাদশীতে দেলোয়ার শেখ দেলো (আনারস), বসন্তপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন সরদার (মোটরসাইকেল), আলীপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু বক্কর সিদ্দিক (আনারস)।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.