February 26, 2025, 6:35 pm


ফিন্যান্স টুডে রিপোর্ট:

Published:
2024-01-23 12:56:18 BdST

পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে হচ্ছেন পরবর্তী উপ-পরিচালক (পারসোনেল) !


পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (পারসোনেল) জালাল উদ্দিন আহম্মেদ কে উপ-পরিচালক জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, কক্সবাজার এ বদলী করার পর থেকে অধিদপ্তর থেকে শুরু করে দেশব্যাপী সমস্ত অধিদপ্তরের শাখা কার্যালয় সমূহে একটাই আলোচনা কে দায়িত্ব পেতে যাচ্ছেন পরবর্তী উপ-পরিচালক (পারসোনেল)। সরকারি চাকুরীতে বদলী ও পদোন্নতি এটা একটা স্বাভাবিক চলমান প্রক্রিয়া । তারপরে ও অধিদপ্তরের গুরুত্বপূর্ণ এ পদটির নিয়োগ, বদলীতে সারা দেশের কর্মকর্তা ও কর্মচারীদের আলাদা একটা আগ্রহ থাকে । জালাল উদ্দিন আহম্মেদের হঠাৎ বদলীর আদেশে অধিদপ্তর জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ।সর্বত্রই একটাই আলোচনা কে হচ্ছে পরবর্তী উপ-পরিচালক (পারসোনেল)! তবে নিয়োগ যাই হোক না কেন একজন স্বচ্ছ ও ভাবমূর্তির কর্মকর্তা ও কর্মচারী বান্ধব সৎ ও দক্ষ কর্মকর্তা নিয়োগেই সবার দাবি । নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক কর্মকর্তা ও কর্মচারী এ দাবি জানিয়েছে।

এমন একজন দক্ষ কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হোক যাহার দেশব্যাপী কর্মকর্তা ও কর্মচারী সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে এবং কেনাকাটা, নিয়োগ ও বদলী,টেন্ডার প্রক্রিয়া সম্পর্কে পরিপূর্ন অভিজ্ঞতা রয়েছে। সর্বত্রই আলোচনা কে দায়িত্ব পেতে যাচ্ছে পরবর্তীতে উপ-পরিচালক (পারসোনেল)।নীরীক্ষা শাখার একজন উপ-পরিচালকের নাম শোনা যাচ্ছে। আলোচনা যাই হোক না কেন দক্ষ অভিজ্ঞ একজন কর্মকর্তা নিয়োগেই সকলে প্রত্যাশা। এছাড়াও ঢাকার বাহিরের জেলা পর্যায়ের কর্মকর্তাদের নেতা একজন উপ-পরিচালক ও জোর তদবীর চালিয়ে যাচ্ছে এমন আলোচনা ও রয়েছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.