January 24, 2026, 6:42 pm


S M Fatin Shadab

Published:
2026-01-24 15:22:15 BdST

ফ্যামিলি কার্ডের নামে যেসব দিচ্ছে সেগুলো ভুয়া: নাসীরুদ্দীন পাটওয়ারী


ফ্যামিলি কার্ড দেওয়ার নামে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা-৮ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে শান্তিনগর এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এই অভিযোগ তোলেন তিনি। এছাড়া তিনি আমিনবাগ, চামিলিবাগ এলাকায় গণসংযোগ করেন।

এদিন তৃতীয় দিনের প্রচারণায় বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী। পরবর্তীতে আবার শাপলা কলির পক্ষে ভোট চেয়ে প্রচারণা শুরু করেন।
 
নাসীরুদ্দীন বলেন, ‘ফ্যামিলি কার্ডের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তারা যেসব কার্ড দিচ্ছে সেগুলো ভুয়া কার্ড।’
 
তিনি বলেন, ‘একদল ভিতু হয়ে ময়লা পানি আর ডিম ছুড়ে মারছে। তবে কেউ উসকানি দিলেও তাতে পা না দিয়ে ধৈর্য ধরতে হবে।’
 
সমস্যা সমাধানের রাজনীতির কথা জানিয়ে নির্বাচিত হলে দোকান-পাট, বাজার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও অনিয়ম দূর করার আশ্বাস দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.