March 13, 2025, 8:15 pm


শাফিন আহমেদ

Published:
2024-10-22 17:47:17 BdST

অযৌক্তিক দাবিতে আঞ্জুমান মফিদুলের সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে


নিজের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ মিথ্যা বলেছেন আঞ্জুমান মফিদুল ইসলামের ট্রাস্টি বোর্ডের সভাপতি এম আর ওসমানী। তিনি বলেন, অযৌক্তিক দাবিতে আঞ্জুমান মফিদুল ইসলামের সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে। কর্মচারীদের বেতন বাড়ানোর দাবি মানার পরও উদ্দেশ্যমূলক আমার বিরুদ্ধে এ মিথ্যা অভিযোগ এনেছেন তারা।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর আঞ্জুমান মফিদুল জে আর ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি।


এর আগে, সম্প্রীতি আঞ্জুমান মফিদুল ইসলামের ট্রাস্টি বোর্ডের সভাপতি এম আর ওসমানীর বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারের অভিযোগ আনেন আঞ্জুমান মফিদুল ইসলামে কর্মরত গাড়ি চালকরা।
এই মহতি প্রতিষ্ঠানটি মানুষের যাকাত ফেতরা দান অনুদানে পরিচালিত হয়ে আসছে।কিছু নিবেদিত প্রাণ মানুষ নিজের জান, মাল, মেধা ও শ্রম দিয়ে একমাত্র মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় অবিরাম কাজ করে যাচ্ছে।সারা দেশে ত্রিশটির অধিক শাখার মাধ্যমে বিভিন্ন ভাবে সেবা দিয়ে যাচ্ছে। আঞ্জুমান মুফিদুল ইসলামের সম্মানিত দাতাদের দৃষ্টি আকর্ষণ করার মানসেই আজকের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংঠনের ট্রাস্টি ও সহসভাপতি বিশিষ্ট সমাজ সেবক আজিম বখস। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারক, আঞ্জুমানের ট্রাস্টি ও সহসভাপতি সামসুল হক,ট্রাস্টি ও সহসভাপতি বিশিষ্ট দানবীর হাজী মোহাম্মদ আসলাম, সহ সভাপতি বিশিষ্ট লেখক মিতালি হোসেন ও কার্যকরী পরিষদের সদস্য ঢালী মোহাম্মদ দেলোয়ার। বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ করেন।আঞ্জুমান মুফিদুল ইসলামের প্রতিষ্ঠাকাল থেকে যে সকল মহান ব্যক্তিদের অবদানের জন্য তাদেরকে স্মরণ করে রুহের মাগফেরাত কামনা করে সম্মেলনের সমাপ্তি হয়।


তাই আজকে আমি এই সংবাদ সম্মেলন ডেকেছি, আমার কাছে আঞ্জুমান মফিদুল ইসলামের অডিট রিপোর্টসহ সব প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। যদি আমার বিরুদ্ধে কেউ অভিযোগ প্রমাণ করতে পারেন আমি আমার পথ থেকে সরে দাঁড়াবো। গণমাধ্যমে আমার বিরুদ্ধে করা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.