নেহাল আহমেদ, রাজবাড়ী
Published:2024-10-22 17:56:33 BdST
রাজবাড়ীতে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড
রাজবাড়ীতে স্ত্রীকে গোয়ালঘরের চারের পানিতে চুবিয়ে হত্যার দায়ে স্বামী মনির হাসানকে (৪২) মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা তিনটায় রাজবাড়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাান্নাতুল লিলিফা আক্তার জাহান এই আদেশ দেন।
মনির হাসান রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নলিয়া গ্রামের কাজী নজরুল ইসলামের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি মনির হাসানের শ্বশুরবাড়ি সদর উপজেলার বানিয়ারী গ্রামে। সেখানেই তিনি বাড়ি করে স্ত্রীর সঙ্গে থাকতেন। তাদের দুইজন কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে।
পারিবারিক কলহের জের ধরে ২০২৩ সালের জুন মাসের ২৯ তারিখে স্ত্রী হাসি বেগমকে বাড়ির গোয়ালঘরের চারের পানির মধ্যে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মনির।
ঘটনার এক দিন পর নিহত হাসি বেগমের ভাই ইয়াকুব আলী বাদী হয়ে মুনির হাসানকে আসামি করে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক মোল্লা। তিনি বলেন আমরা অতি দ্রুত সময়ের মধ্যে এই মামলার আদেশ পেয়েছি। এই মামলায় মোট চৌদ্দজনের স্বাক্ষী গ্রহন করা হয়েছে। আসামির এক ছেলে ও মেয়েও আদালতে স্বাক্ষ্য প্রদান করেছে। আমি বিশ্বাস করি উচ্চ আদালতে গেলেও এই আদেশ বহাল থাকবে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.