September 20, 2024, 2:32 pm


Siyam Hoque

Published:
2020-03-16 18:26:36 BdST

মানবদেহে করোনার প্রতিষেধকের প্রথম প্রয়োগ আজ


বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের প্রতিষেধক মানবদেহে প্রথম পরীক্ষামূলক প্রয়োগ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার মানবদেহে কোভিড-১৯ এর প্রতিষেধক প্রয়োগ করা হবে। খবর এপির

জানা গেছে, প্রথমে একজনকে পরীক্ষামূলকভাবে ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিনটির কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হয় তাও দেখা হবে।

দেশটির এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেন, জাতীয় ইনস্টিটিউট অব হেলথ সিয়াটল এই পরীক্ষা চালাবে। সুস্বাস্থ্যের অধিকারী ৪৫ স্বেচ্ছাসেবীর শরীরে পরীক্ষামূলকভাবে এই প্রতিষেধক ব্যবহার করা হবে।

তবে এই প্রতিষেধকটি যদি ভালো ফল দেয় তাহলে এর চূড়ান্ত পরীক্ষা করতে আরও এক বছরের বেশি সময় লাগবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা